Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে তিনদিনব্যাপী আলোকচিত্র বিষয়ক কর্মশালা শুরু

প্রকাশিত: ২০ জুলাই ২০১৭, ০০:৪১


বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী আলোকচিত্র বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।


বুধবার সকাল ১০ টায় প্রথম দিনের মত আলোকচিত্র বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আগামী ২১ জুলাই (শুক্রবার ) পর্যন্ত এই কর্মশালাটি চলবে।


প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ভিসি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নিয়েছেন।


তিন দিনের এই কর্মশালায় মূল সঞ্চালক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করবেন দেশখ্যাত ফটোগ্রাফার সেলিম আহমেদ। কর্মশালায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।


কর্মশালার মূল সঞ্চালক সেলিম আহমেদ আলোকচিত্রের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আলোকচিত্র এমন একটি বিষয় যা কোন একটি সময়কে উপস্থাপনা করে থাকে। যে সময়টা আর কখনো হয়তো আসবে না। তাই আলোকচিত্র কে বলা যায় এটি একটি জীবনের স্বরণীয় ঘটনার বাস্তব রুপ। এছাড়াও তিনি আলোকচিত্র বিষয়ক প্রাথমিক ধারনা দেন এবং তা বিস্তারিত আলোচনা করেন ।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, বিশ্ববিদ্যালয়কে ব্যান্ডিং করতে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এর অংশ হিসেবে আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসব দিক বিবেচনা করেই এ রকম একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।’


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, অ্যাসিসট্যান্ট প্রফেসর তাসনীম হুমাইদা, সহকারী প্রক্টর ড. মোঃ রুহুল আমিন, ড. শফিকুর রহমান, মুহাম্মদ শামসুজ্জামান, ছদরুল ইসলাম সরকার প্রমুখ।

 

ঢাকা, ১৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ