Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে এম বি এ ৮ম ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ০১:১৬


হাবিপ্রবি লাইভ: শুক্রবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এম বি এ (ইভিনিং) এর ৮ম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান টি বিকাল ৪ টা সময় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ১ অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর মামুনার রশিদ চেয়ারম্যান হিসাব বিজ্ঞান বিভাগ, অ্যাসোসিয়েট প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ (ব্যাচ সমন্বায়ক এমবি এ ৮ ব্যাচ), মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইন্যান্স এন্ড ব্যাংকিং অ্যাসিসট্যান্ট প্রফেসর শাহানাজ বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অ্যাসিসট্যান্ট প্রফেসর সাইফুল ইসলাম সহ অনুষদের অন্যান্য শিক্ষক।


আমন্ত্রিত অতিথি এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন, বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. জাহাঙ্গীর কবির, অ্যাসোসিয়েট প্রফেসর মামুনার রশিদ চেয়ারম্যান হিসাব বিজ্ঞান বিভাগ, অ্যাসোসিয়েট প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ (ব্যাচ সমন্বায়ক এমবি এ ৮ ব্যাচ), মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইন্যান্স এন্ড ব্যাংকিং অ্যাসিসট্যান্ট প্রফেসর শাহানাজ বেগম।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা অনেক ভাগ্যবান এই জন্য যে অত্যান্ত প্রতিযোগিতা করে এখানে চান্স পেয়েছেন। সবাইকে সঠিক ভাবে ক্লাস পরিক্ষা ঠিক মতো করবেন।আশাকরি এই ডিগ্রি আপনাদের কাজে আসবে।


অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও এমবিএ( ইভিনিং) ৮ম ব্যাচের চীফ কো অরডিনেটর প্রফেসর ড.জাহাঙ্গীর কবীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাইন উদ্দিন লেকচারার হিসাব বিজ্ঞান বিভাগ।

 

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ