Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে মেডিকেল কলোক্যুইয়াম অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জুলাই ২০১৭, ০১:৩৮

লাইভ প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী মেডিকেল কলোক্যুইয়াম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত এই কলোক্যুইয়ামে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, বিটিএফও।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কনি আইল্যান্ড হসপিটালের এ্যাসোসিয়েট চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোহাম্মদ ওমর ফারুক।

মেডিকেল অফিসার ডাঃ তারাননুম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কলোক্যুইয়ামে উপাচার্য বলেন, আগামী দুই বছরে বিশ্ববিধ্যালয়ের মেডিকেল সেন্টার ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করা হবে। তিনটি ধাপে এটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সকাল ৯টায় অনুষ্ঠিত কলোক্যুইয়ামে ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও আরও বলেন, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়াসহ আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ সরবরাহের মাধ্যমে সকল সুবিধা নিশ্চিত করা হবে।

মুখ্য আলোচকের বক্তব্যে প্রফেসর ডাঃ মোহাম্মদ ওমর ফারুক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেন। কলোক্যুইয়ামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর এবং মেডিকেল সেন্টারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর উদ্যোগে বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে কলোক্যুইয়ামের আয়োজন করা হচ্ছে।

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ