Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ‘জেন্ডার কলোক্যুইয়াম’ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭ জুলাই ২০১৭, ০০:০৭

লাইভ প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘জেন্ডার কলোক্যুইয়াম’ শীর্ষক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তৃতামালায় মুখ্য আলোচক হিসেবে অংশ নেন নীলুফার বেগম, সাবেক যুগ্মসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সাবেক মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সিন্ডিকেট সদস্য ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিসির সহধর্মীনি অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ, নির্বাহী পরিচালক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)।

বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে অনুষ্ঠিত ‘জেন্ডার কলৌক্যুইয়াম’ শীর্ষক বক্তৃতমালায় মুখ্য আলোচক নীলুফার বেগম বলেন, ‘নারী-পুরুষের বৈষম্য থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে নারীকে সমদৃষ্টিতে দেখা।’ তিনি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বেগম রোকেয়া বৃত্তি’ চালু করার কথা বলেছেন।

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতেই সকল বিভাগে ‘কলোকুয়াম’ এর আয়োজন করা হচ্ছে।’ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করতেই এ ধরণের আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ, ভিসির উদ্যোগে প্রতিটি বিভাগেই কলুক্যুয়ামের আয়োজন করা হচ্ছে। গত ২৯ তারিখে চারদিন ব্যাপী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে সম্প্রচার সাংবাদিকতার উপর কলোক্যুয়াম অনুষ্ঠিত হবার ধারাবাহিকতায় আজ উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ‘জেন্ডার কলোক্যুইয়াম’ শীর্ষক বক্তৃতামালার আয়োজন করে। এ ধরনের সেমিনার ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানিয়েছেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

 

ঢাকা, ০৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ