Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবির গেটের সামনে ময়লার স্তূপ, বিস্ময় প্রকাশ ভিসির

প্রকাশিত: ৬ জুলাই ২০১৭, ০৪:২৩


হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম গেটের সামনের অংশ দেখে হঠাৎ যে কেউ প্রথম বেড়াতে আসলে চমকে উঠবেন মনে হবে এটা কোন ডাম্পিং ষ্টেশন।


বিশ্ববিদ্যালয়ের ২য় গেট থেকে তৃতীয় গেট সামনে থেকে দেখলে মনে হয় এটা যেন ময়লা ফেলার স্থান। যেন ডাস্টবিন হিসেবে বাবহৃত হচ্ছে দীর্ঘদিন থেকে। ক্যাম্পাস সংলগ্ন বাজারের সকল প্রকার ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। যেদিকে চোখ যায় ময়লা আর বিলবোর্ড ।

যা প্রতিনিয়ত ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করতেছে । অবশেষে আজ বিকেলে বৃষ্টি উপেক্ষা করে এসব দেখতে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মুঃ আবুল কাসেম।

তিনি এসব দেখে বিস্ময় প্রকাশ করেন এবং আকাশ ভালো থাকলে কালই এসব পরিষ্কার করে সৌন্দর্য বর্ধনের জন্য নির্দেশ প্রদান করেন । তিনি বলেন পরিস্কার করার পর আমরা এই বাজারের সব ব্যবসায়িদের লিখিত নোটিশ পাঠাবো যেন এখানে আর ময়লা ফেলা না হয় । এরপর তিনি ক্যাম্পাসের ভেতরের মেঘনা ব্যাংক পরিদর্শন করেন।


এদিকে তিনি আজ সকাল ৯.৪৫ মিনিটে হঠাৎ করে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা পরিদর্শনে যান, সেখানে গিয়ে উপস্থিতি দেখে ও কাজের গতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন অফিস টাইম ৯ টা থেকে সেখানে আমি তারও ৪৫ মিনিট পর গিয়েছি কিন্তু তখনো অনেকেই আসেননি, এটা সত্যি দু:খজনক।

তিনি সেখানে সবাইকে ৯ টা থেকে ৫ টা পযন্ত সঠিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং সকল প্রকার রেজাল্ট নির্ধারিত সময়ে প্রকাশের নির্দেশ দেন । পরীক্ষা নিয়ন্ত্রক শাখা থেকে তিনি একটি পরীক্ষার হল পরিদর্শন শেষে হিসেব শাখা ও একাডেমিক শাখায় যান । এই দুই শাখারও কাজের গতি নিয়ে ও ফাইলের স্তূপ দেখে তিনি উস্মা প্রকাশ করেন। যেকোনো ফাইলের কাজ ৭ দিনের মধ্যে শেষ করার জন্য তিনি হিসেব শাখাকে নির্দেশ দেন।

তিনি বলেন আপনারা শিক্ষার্থীদের বৃত্তির ফাইলসহ যেকোনো ফাইল ঝুলিয়ে রাখতে পারবেন না। টাকা শেষ হলে জানাবেন সেটা ম্যানেজ করার দায়িত্ব প্রশাসনের । ভিসির এ ধরনের কর্মকান্ড দেখে উপস্থিত অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন।

এ ব্যাপারে ভিসি বলেন আমি চাই সকল কাজে স্বচ্ছতা, সুষ্ঠ জবাবদিহিতা। আমি যেকোনো দিন যেকোনো সময় হঠাৎ হঠাৎ করে বিভিন্ন শাখা পরিদর্শনে যাব এতে স্বচ্ছতা নিশ্চিত হবে আশা করি ।

 

ঢাকা, ০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ