Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে নির্মাণাধীন উন্নয়ন কাজ পরিদর্শণ করলেন ভিসি

প্রকাশিত: ৫ জুলাই ২০১৭, ২২:১৯


হাবিপ্রবি লাইভ: দিনাজপুরের অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নির্মাণাধীন নতুন প্রশাসনিক ভবন, তার সামনে রাস্তা, বাস স্টপ মেরামত, ও গেস্ট হাউজের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেছে হাবিপ্রবি ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম। বুধবার বিকাল সাড়ে তিনটায় তিনি এসব কাজের অগ্রগতির খোজ খবর নেন।


এই সময় আরো উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশণা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শ্রীপতি শিকদার, প্রধান পৌকশলী মো. তরিকুল ইসলাম সহ অনান্য প্রশাসনিক ব্যাক্তিবর্গ।


এর মধ্যে প্রশাসনিক ভবনের কাজের অগ্রগতি দেখার পর আতি দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদার সহ অনান্যদের নির্দেশ দেন। ভবনের কাজ মে মাসে শেষ হওয়ার কথা থাকলে শেষ না হওয়ায় আরো দুই মাস সময় বর্ধিত করা হয়।


ভিসি বলেন, এই ভবনে প্রশাষনিক কার্যক্রম পরিচালনা হলে আগের ভবনে অনেক ল্যাব স্থাপন করা যাবে। এখানে নিরাপত্ত্বার বিষয়টাও ভাল থাকবে।


পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অফিস, হিসাব শাখা পরিদর্শন করেন এবং সেখানে সবাইকে মনোযোগী হয়ে কাজ করার জন্য আদেশ দেন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাব পরিদর্শন করে এর আরো উন্নত করনে কিছু কাজ হাতে নেয়া হবে। এটা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ক্লাব।


সবশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে গিয়ে সেখানের সকল কিছুর ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখেন। অতিথিদের সম্মান রক্ষায় আরো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন।

 

ঢাকা, ০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ