Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে শেখ রাসেল হলের নতুন হল সুপার ড.ইমরান

প্রকাশিত: ৪ জুলাই ২০১৭, ২১:৫৯


হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেখ রাসেল হলের হল সুপার হিসেবে নিয়োগ পেলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইমরান পারভেজ।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মাৎস্য বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স পাশ করে ২০০৫ সালে হাবিপ্রবিতে ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগে লেকচারার হিসেবে জয়েন করেন।

এর পর ২০০৭ সালে অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে প্রদন্নতি পান। এর মাঝে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত নিরাপত্তা শাখার প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য থাইল্যান্ড যান সেখানে পিএইচডি সম্পুর্ন করেন। এর মাঝে ২০১৩ সালের ডিসেম্বর এ পদন্নতি পান।২০১৪ তে তিনি দেশে চলে আসেন।


দেশি বিদেশি জার্নালে তার ২৪ টি প্রকাশনা আছে। এছাড়াও সাতটির ও বেশি রিসার্স প্রজেক্টে প্রধান হিসেবে কাজ করেছেন।


এছাড়াও তিনি ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন, তিনি শুরু থেকেই বন্ধু প্রতিদিন হাবিপ্রবি শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফিশারিজ প্রিমিয়ার লীগ তার হাত ধরেই যাত্রা শুরু করে।


নতুন দায়িত্বের ব্যাপারে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সুস্থ সুন্দর শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করা আমার প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মু.আবুল কাশেম স্যারকে অনেক ধন্যবাদ আমায় এ দায়িত্ব দেওয়ার জন্য। আমি আমার যায়গা থেকে চেষ্টা করবো যেন কমতি না হয়।

 

ঢাকা, ০৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ