Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৪ জুলাই ২০১৭, ০০:৪৫

লাইভ প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বেগম রোকেয়া প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। সোমবার আন্তঃবিভাগ এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জানিপপ- জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের নির্বাহী পরিচালক ও ভিসির সহধর্মীনি অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হলেও বিশ্ববিদ্যালয়ের ২১ বিভাগের মধ্যে ১১টি বিভাগ এতে অংশগ্রহণ করবে। বাকি বিভাগগুলো নিয়ে পরবর্তী সময়ে এই আয়োজন করা হবে।

বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের জন্য আজ একটি স্মরণীয় দিনের সুচনা হলো। আশা করি এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের আরো বিকশিত করার সুযোগ পাবে।’

উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ বলেন, আজ এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের জন্য একটি মহেন্দ্রক্ষণ। নারীদের জন্য আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রগতিশীলতার ধারক হিসেবে কাজ করবে। এই নারী শিক্ষার্থীরাই হয়তো একদিন দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।’ পরে তিনি মাঠে ফুটবলে কিক দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না ছিদ্দিকা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচএম তারিকুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ