Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে এগ্রিকালচার ছাত্রদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত: ৩ জুলাই ২০১৭, ২১:১৪


হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচার এন্ড এগ্রিবিজনেস ছাত্রছাত্রীরা এগ্রিকালচার ডিগ্রীর দাবিতে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে।


এর আগে তারা ভিসি প্রফেসর ড. আবুল কাশেমের কাছে এই দাবী উত্থাপন করে এবং ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষনা দেয়।
এরপর থেকে এগ্রিবিজনেসের সকল ছাত্রছাত্রীরা প্রতিদিন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং মিছিল ও সমাবেশ করে। আজ ১ মাস ৯ দিন যাবত তারা এ শান্তি প্রিয় আন্দোলন করে আসছে।


সেই সময় ভিসি শিক্ষক ও ইউজিসির প্রতিনিধিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের জন্য ১৫ দিন সময় দেয় এবং একাডেমিক কাউন্সিলের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান।


উল্লেখ্য ২০১৩ শিক্ষা বছরে হাবিপ্রবিতে বি.এস.সি. ইন এগ্রিকালচার এন্ড এগ্রিবিজনেস নামে ডিগ্রীটি চালু করা হলেও এখন পর্যন্ত কোন সরকারী বা বেসরকারী চাকুরির সুযোগ না তৈরী হওয়ায় ছাত্ররা সেই ডিগ্রীকে বি.এস.সি ইন এগ্রিকালচার ডিগ্রীতে রুপান্তর করে তাদের কর্মসংস্থানের সুযোগ পাওয়ার জন্য আন্দোলন করে আসছে।


এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মু. আবুল কাশেম বলেন আমি এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছি ইতিমধ্যে তারা আমাকে রিপোর্ট ও জমা দিয়েছেন। এবং আগামী ১৩ জুলাই জরুরি সভা আহবান করেছি সেখানে এই রিপোর্ট উপস্থাপন করে সকলের মতামতের উপর সিদ্ধান্ত গ্রহন করা হবে।

 

ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ