Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেতন-বোনাস বঞ্চিত বেরোবির ত্রিশের অধিক কর্মচারী

প্রকাশিত: ২৪ জুন ২০১৭, ০২:৫৫

 

লাইভ প্রতিবেদক: ঈদ। মুসলমানদের জন্য বৃহৎ উৎসবের দিন। এই উৎসবের দিনে সকলেরই কামনা থাকে তার পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফুটাতে। 

কিন্তু সেই কামনা পূরণ করা প্রায় অনেকটাই অনিশ্চিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক ৩ হলের ৩২ জন কর্মচারীর পরিবারে। 

কারণ তারা এবারের ঈদুল ফিতরে বেতন ও বোনাস বঞ্চিত হয়েছেন। ফলে শূন্য হাতে মলিন মুখে বাড়ি ফিরেছেন তারা। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদের আগেই বেতন-বোনাসের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। 

বঞ্চিতরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৬ জন ও শহীদ মুখতার ইলাহী  হলের ১৩ জন কর্মচারী। আর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সব কর্মচারীকে  বেতন-বোনাস দেওয়া হলেও ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় বঞ্চিত হয়েছেন ৩ কর্মচারী। 

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছুটির আগ থেকেই বেতন-বোনাসের জন্য তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার পর  তারা প্রভোস্টদের পিছু পিছু ছুটেও বেতন-বোনাস পাননি। হল প্রভোস্ট তাদের ফাইলে স্বাক্ষর না করেই ঈদের ছুটি কাটাতে বাড়ি চলে গেছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, আমি সব কর্মচারীর বেতন-বোনাস নিশ্চিত করা করার জন্য নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তারপরেও এসকল কর্মচারীদের বেতন-বোনাসের বিষয়ে অবগত ছিলাম না। তবে তারা যেন ঈদের আগে বেতন-বোনাস পান সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

 

ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ