Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘বেরোবি হবে বিশ্ব মানের অন্যতম বিদ্যাপীঠ’

প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ২১:৪২

লাইভ প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিটিএফও বলেছেন ‘শিক্ষা ও গবেষণাসহ সকল বিষয়ে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও যুগপোযুগী হিসেবে বিশ্ব মানের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন সবই করা হবে।

বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কাজে যোগদানকালে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর ভিসিকে ফুল দিয়ে বরণ করেন।

দায়িত্ব পালনের প্রথম দিনেই ভিসি ড. কলিমউল্লাহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস ছাড় করেন। একই সাথে নয়টি বিভাগের মোট ১৫টি ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুমোদনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন তিনি।

বিকাল তিন টায় ভিসি পীরগঞ্জের ফতেপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধীস্থলে পুষ্পার্ঘ্য অর্পন করেন এবং ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে দু’আ করেন। দু’আ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম-খতিব রকিব উদ্দিন আহম্মেদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেড-১ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১লা জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেন।

 

ঢাকা, ১৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ