Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ১৪টি মন্ডপে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩, ০১:৫২

বেরোবিতে ১৪টি মন্ডপে সরস্বতী পূজা উদযাপন

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতি বছরের মতো উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল শাখার উদ্যোগে মোট ১৪ টি মন্ডপে এই পূজার আয়োজন করা হয়।
শিক্ষার্থী ছাড়াও রংপুরের বিভিন্ন জায়গার সনাতন ধর্মালম্বী মানুষ অংশ নেয় এই পূজায়। তারা বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছেন। পুরো ক্যাম্পাস সরস্বতী পূজার আমেজে মুখরিত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক দীপা রায় সজ্জা ক্যাম্পাস লাইভকে বলেন, 'এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগকে একসাথে করে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে। এই আয়োজন করতে অনেক কষ্ট হলেও এই কষ্টের মধ্যেও অনেক ভালোলাগা কাজ করছে। আর রাত জেগে পূজার কাজ করার মজাই অন্যরকম। বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন কে একসাথে করতে পেরে আমি আজ অনেক আনন্দিত।'

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধরঞ্জয় কুমার টগর ক্যাম্পাস লাইভকে বলেন, 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর ও এত বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য। পূজার আয়োজন এত সুন্দর ও সাজানো গোছানো হয়েছে যা দেখে অনেক ভালো লাগছে।'

ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ