Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাসের তেল চুরির ঘটনায় বেরোবির ৩ কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০২২, ২৩:০৭

বিশ্ববিদ্যালয়ের বাস

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত হয়েছেন। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাসচালক আজিজুর রহমান ও উবাদুল ইসলাম এবং চালকের সহকারী মিলন কুমার দাস।

জানা যায়, রোববার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল চুরি করে স্থানীয় একটি দোকানে বিক্রির জন্য নিয়ে যান অভিযুক্তরা। এসময় সন্দেহ হলে ঘটনাস্থলে থাকা টহল পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে তেলের দোকান মালিক গুলজার বলেন, কাল রাতে দুই লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দিই তেল নেবো না। তখন কম দামে বিক্রির কথা বলে তেল রেখে তারা চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন কুমার দাস জানান, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।

এ বিষয়ে বেরোরির রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, অভিযুক্ত তিনজন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

ঢাকা, ১৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ