Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি শিক্ষার্থী সুজন পাল গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বার ২০২২, ০০:৫৩

 ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি শিক্ষার্থী সুজন পাল গ্রেপ্তার

বেরোবি লাইভ: ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষার্থীকে আটক করা হয়েছে। দিনাজপুর জেলার বীরগঞ্জের নিজবাড়ি থেকে শনিবার ভোরে তাকে আটক করে তাজহাট থানা পুলিশ। এনিয়ে ক্যাম্পাসে চলছে নানান আলোচনা ও সমালোচনা।

আটক সুজন পাল বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও বীরগঞ্জের চমৎকার পালের ছেলে। তাজহাট থানার ওসি নাজমুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন সুজন একটু উগ্র স্বভাবের ছেলে। তার আচার আচরণে রয়েছে ভিন্নতা। উগ্রতার নানান হাব-ভাব লক্ষ্য করা গেছে তার আচরণে।

ওসি নাজমুল কাদির আরো বলেন, ‘ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। এলাকা ও তার বিশ্ববিদ্যালয় এলাকায় নানান প্রতিক্রিয়ার সুস্টি হলে বিষয়টি উপরের মহলে জানানো হয়। সেখান থেকে সিগন্যাল পেয়েই তার বিরুদ্ধে অ্যাকশনে নামে পুলিশ প্রশাসন। পরে তাকে (সুজন পাল) আটক করা হয়েছে। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ ক্যাম্পাসলাইভকে বলেন, ‘শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজখবর রাখছি।’

প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়।’

পরিস্থিতি সামলা দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।




ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ