Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধির দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বার ২০২২, ০৩:৫৪

হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান

হাবিপ্রবি লাইভ: ফল প্রকাশের আগেই মাস্টার্সের ভর্তি আবেদনের সময়সীমা শেষ হওয়ায় বিড়ম্বনায় পড়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। মাস্টার্সের ভর্তির আবেদনের সময় বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন প্লেকার্ড হাতে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এ সমস্যা নিরসনে তারা তাদের স্ব স্ব বিভাগীয় ও অনুষদের শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং সর্বশেষ ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সাথেও কথা বলেছেন। কিন্তু শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস এর কথা বলা হলেও তা অবস্থানরত শিক্ষার্থীদের বাস্তবে আশাব্যঞ্জক মনে হয়নি।

অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল করিম বলেন, “আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই মাস্টার্সের ফর্ম উঠানোর সময়সীমা শেষ হওয়ার কারণে বেশ কিছু শিক্ষার্থী বিড়ম্বনার পড়েছে। অনেক শিক্ষার্থী যারা শর্ট পরীক্ষা দিচ্ছে তারা মাস্টার্সে ভর্তি হতে পারছে না। তাই আমাদের দাবি অন্তত পক্ষে ১ মাস সময় দিয়ে আমাদের শর্ট পরীক্ষা শেষ ও রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমাদের মাস্টার্স এ ভর্তি হওয়ার সুযোগ দিক”।

কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুশফিক জানান, "মাস্টার্সের উইন্টার সেশনের যখন সার্কুলার দেওয়া তখন বেশ কয়েকটি অনুষদের অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষাই শেষ হওয়া বাকি থাকে যার ফলে অনেক শিক্ষার্থী এই সেশনের মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ পায় না। যদি দায়ীত্বরত শিক্ষকদের অবহেলার কারণে জুন-জুলাই মাসে শুরু হতে যাওয়া সেশন দুই মাস পিছিয়ে সেপ্টেম্বর মাসে শুরু হতে পারলে কেন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আরও কিছু দিন কেন পিছানো যাবে না?"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের সাথে কথা বললে তিনি ক্যাম্পাসলাইভকে জানান, ''আমি সেপ্টেম্বর মাসের এক তারিখে নতুন দায়িত্ব হিসেবে পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডীন হিসেবে যোগদান করেছি। মাস্টার্সে ভর্তির এই সময়সূচি আমার যোগদান করার আগেই গঠন করা হয়েছে। আমি যতটুকু জানি, আগষ্ট মাসের ২৫ তারিখ আবেদন করার শেষ তারিখ ছিল এবং ৮ সেপ্টেম্বর ভর্তি হওয়ার শেষ তারিখ ছিল। এর মধ্যে প্রায় সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হয়ে গিয়েছে। তবে স্যোশাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি এবং অর্থনীতি বিভাগ এবং এগ্রিকালচার অনুষদের শিক্ষার্থীদের জন্য বিষয়টি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।''

তিনি আরও বলেন, ''এর মধ্যে ইংরেজি এবং অর্থনীতি বিভাগের কিছু শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য থাকায় তারা পরবরর্তীতে পুনরায় পরীক্ষা দেয়া এবং ফলাফল প্রকাশ সংক্রান্ত সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেনি। অন্যদিকে, এগ্রিকালচার অনুষদের শিক্ষার্থীদের অনার্সের পরীক্ষা শেষ হলেও তারা রেজাল্ট পায়নি। যার কারণে রেজাল্ট না পাওয়ায় তারাও আবেদন করতে পারেনি।''

তবে আবেদনের সময় বৃদ্ধি করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্স বছরে দুইবার চালু থাকে এবং আমাদের এটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হয়। বর্তমানে মাস্টার্স কোর্সের ক্লাশ ১২ তারিখ থেকে শুরু হয়েছে। তাই মাস্টার্স কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা আপাতত আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তবে আমরা বিষয়টি চিন্তাভাবনা করছি। এখন সময় বৃদ্ধি করা সম্ভব নয় বলেই আমার কাছে মনে হয়।”

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএস//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ