Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
সাবেক ক্যাডেটদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান

বেরোবিতে বিএনসিসি’র নতুন ক্যাডেট বাছাই

প্রকাশিত: ৭ জুন ২০২২, ০৬:১২

বিএনসিসি’র নতুন ক্যাডেট বাছাই

বেরোবি লাইভ: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কন্টিনজেন্টের চূড়ান্ত ক্যাডেট বাছাই করা হয়েছে। একই সঙ্গে সাবেক ক্যাডেটদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে ছেলেদের ২টি প্লাটুনে এবং মেয়েদের ১টি প্লাটুনের জন্য ৬২ জন বিএনসিসি ক্যাডেট নির্বাচন করা হয়। এছাড়াও বেরোবির সাবেক ক্যাডেটদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

সাবেক ক্যাডেটদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের মধ্য থেকে অভিজ্ঞতা ও কাজের দক্ষতার ওপর পদোন্নতি প্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ তাঁর বক্তব্যে বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবামূলক সংগঠন থেকে শিক্ষার্থীরা সুশৃঙ্খল জীবন-যাপনের যে দীক্ষা লাভ করবেন তা ভবিষ্যত কর্মজীবনে কাজে লাগিয়ে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনসিসি ৩২ ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন প্রফেসর মোঃ রোজাইন বিএনসিসিও, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বেরোবি বিএনসিসি’র পিইউও ইফফাত আরা বাঁধনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএস//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ