Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রকাশিত: ৪ জুন ২০২২, ০২:৩১

বেরোবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে একযোগে অনুষ্ঠিত হওয়ার অংশ হিসাবে বেরোবিতে ১ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাসিবুর রশীদ ও প্রক্টর গোলাম রব্বানী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে পরীক্ষা শেষে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশীদ স্যারের সার্বিক নির্দেশনায় ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কঠোর নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি সামনের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এসময় তিনি আরো বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেই সাথে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ভ্রাম্যমাণ আদালত সবাই যথেষ্ট তৎপর। কেউ অসুদাপায় অবলম্বন করার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩০ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৩৩ জন ভর্তিচ্ছু।

ঢাকা, ০৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ইসি//এএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ