Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে মাদক ‍উচ্ছেদ অভিযান: আটক ১২

প্রকাশিত: ২৯ মে ২০২২, ২১:৪৫

ছবি: সংগৃহীত

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের মাদক উচ্ছেদ অভিযানে ১৫ ঘন্টায় ১২ মাদকাসক্ত আটক করা হয়েছে। এদের মধ্যে তিন জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নয় জন বহিরাগত।

শনিবার (২৮ মে) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড সংলগ্ন জংগল থেকে ছয় জনকে আটক করা হয় এদের মধ্যে দুইজন ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাকী ৪ জন বহিরাগত।

পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্পাসে মাদক সেবন হচ্ছে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ঘটনাস্থলে যাই। এতে ছয়জন কে আটক করা হয়। তাদের পাশ থেকে মাদকদ্রব্য ও মাদক খাওয়ার সরঞ্জাম পাওয়া যায়। এসময় তাদের পাশ থেকে উদ্ধার করা হয় গাজা, গাজা কাটার কাঁচি ও সুপারি। পরে চারজনের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। অপর দুইজনকে তাঝহাট থানায় সোপর্দ করা হয়।

বেরোবি প্রক্টর গোলাম রব্বানী ক্যাম্পাসলাইভকে বলেন, আমরা ক্যাম্পাসে মাদক উচ্ছেদের অভিযান শুরু করেছি। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেই হোক না কেন কারও বিরুদ্ধে মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ২৭ মে (শুক্রবার) দিনগত রাত সাড়ে ১২টায় ৬ জনকে আটক করে থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে ৫জন বহিরাগত।

ঢাকা, ২৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএসআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ