Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাজেট উচ্চাভিলাষী হতে হবে - বেরোবি ভিসি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ২৩:৪৭



বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী বলেছেন ‘বাজেট উচ্চাভিলাষী হতে হবে। কারন বাজেট উচ্চাভিলাষী না হলে নির্ধারিত লক্ষ্যকে কখনোই অতিক্রম করা যাবে না। বাজেট সুশৃঙ্খল হতে হবে। বাজেট প্রনয়নের সাথে সাথে এর বাস্তবায়নও সুশৃঙ্খল হতে হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে কবি হেয়াত মামুদ ভবনে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৭-২০১৮: শিক্ষার্থীদের প্রস্তাবনা’ শীর্ষক প্রাক বাজেট সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ভিসি আরো বলেন ‘দেশের ইকোনোমি ডিসিপ্লিন আনতে হলে সারাদেশে আউটসোসিং বাড়াতে হবে বিশেষ করে রংপুর অঞ্চলে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে।’

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

আলোচনায় অংশ নিয়ে ক্ষুদে অর্থনীতিবিদরা (শিক্ষার্থী) রংপুর উন্নয়নের জন্য প্রস্তাব উপস্থাপন করে বলেন, আঞ্চলিক বৈষম্য দুর করে রংপুরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করতে হবে। এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। গ্যাস সরবরাহ করতে হবে। সড়ক ব্যবস্থার উন্নয়ন করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল জোন বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘোষণা করে শিল্পায়ন করতে হবে। একই সাথে সল্প সুধে ঋণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে। উত্তরাঞ্চলের স্থলবন্দরগুলো পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।  

 

ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ