Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ছাত্রলীগের প্রথম সম্মেলন মঙ্গলবার

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ০০:০৮



লাইভ প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামীকাল মঙ্গলবার।  সাড়ে তিন বছর পর এবারই প্রথম সম্মেলন হচ্ছে।

এর আগে ছাত্রলীগের কমিটি হলেও কোন সম্মেলন হয়নি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে চলছে নিজেদের সামর্থ প্রদর্শনের প্রতিযোগিতা। দলের শীর্ষ দুই পদ পেতে প্রায় ৭০ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।।

ছাত্রলীগের প্রথম এ সম্মেলনকে ঘিরে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।  ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস ও আশপাশের এলাকা।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সম্মেলনে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনসহ প্রমুখ।

এ ব্যাপারে বেরোবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির বলেন, সম্মেলনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সকল রকমের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি অনাড়ম্বপূর্ণ আয়োজনের মাধ্যমে সম্মেলনটি সফল করতে পারবো।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ অক্টোবর ঢাকা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ সদস্যের এক বছরের ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলেন তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।  ওই কমিটিতে মেহেদী হাসান শিশিরকে সভাপতি এবং মোস্তফা মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক সম্পাদক করা হয়েছিল।

এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে গত ১৭ মার্চ জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে শীর্ষ দুই পদ পেতে ইতোমধ্যেই প্রায় ৭০ জন নেতাসহ দুই শতাধিক জীবনবৃত্তান্ত জমা পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা।

 

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ