Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্থানীয়দের হুমকিতে বেরোবি’তে নিয়োগ স্থগিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ০৩:৫০


বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিয়োগ প্রত্যাশী স্থানীয়দের হুমকিতে নিয়োগবোর্ড স্থগিত করা করেছে।


শুক্রবার সকাল সাড়ে ৯টায়  এমএলএসএস পদে ২১টি পদের নিয়োগবোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে।


তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম নূর-উন-নবী জানান, স্থানীয়দের চাপে নিয়োগ বোর্ডটি স্থগিত করা হয়নি। অনিবার্য কারণে নোটিশের মাধ্যমে তা স্থগিত করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন পদে আবেদন করার পরেও সাক্ষাৎকারের কার্ড না পাওয়ায় চাকরি প্রত্যাশী স্থানীয় এলাকাবাসীর ১৫-২০ জন সংঘবদ্ধভাবে সংস্থাপন শাখায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে যান। তর্কের এক পর্যায়ে আন্দোলন করে এলাকাবাসীর পক্ষ থেকে শুক্রবারের নিয়োগ বোর্ড বন্ধ করার হুমকিও দেয়া হয়।


পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করে এলাকাবাসীকে ক্যাম্পাসের বাইরে বের করে দেন। এরপরই এমএলএসএস পদে নিয়োগ বোর্ড স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যার ফলে সংশ্লিষ্টদের ধারণা স্থানীয় চাকরি প্রত্যাশীদের চাপ আর হুমকির কারণে ওই নিয়োগ বোর্ডটি স্থগিত করা হয়েছে। ওই ২১টি পদের বিপরীতে মোট ৭৮১ জন প্রার্থীকে কার্ড ইস্যু করা হয়েছিল।

 

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ