Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রগতিশীল শিক্ষক সমাজের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ২২:৩১



বেরোবি লাইভ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধৃর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’।


দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার মাধ্যমে এই শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যবৃন্দ।


মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক ড. একেএম ফরিদ উল ইসলামের নের্তৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির স্টিয়ারিং কমিটির সদস্য ও সাবেক আহবায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, যুগ্ম-সদস্য সচিব তাবিউর রহমান প্রধান, ড. মো: নুর আলম সিদ্দিক, স্টিয়ারিং কমিটির সদস্য এইচএম তারিকুল ইসলাম, আতিউর রহমান, ড. পরিমল চন্দ্র বর্মণ, আতাউর রহমান প্রমুখ।


বাংলাদেশের রূপকার এই মহান নেতার জন্মদিনে প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে আবারো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর স্থায়ী প্রতিকৃতি তৈরির দাবি জানানো হয়। দীর্ঘদিন থেকেই এ বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে সংগঠনটি।

 

ঢাকা, ১৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ