Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নিয়োগে দুর্নীতি : বেরোবির সাবেক ভিসিসহ ৫জনের নামে চার্জশিট

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭, ০৮:০৩

রংপুর লাইভ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল জলিল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতির মামলায় তাদের বিরুদ্ধে দুদকের সভায় ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডল, সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল আলম রনি, উপ-পরিচালক গোলাম ফিরোজ ও সহকারী পরিচালক খন্দকার আশরাফুল আলম।

তাদের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না নিয়ে তারা নিয়োগ দিয়েছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রংপুর কোতয়ালি থানায় মামলাটি করে দুদক।

মামলায় অভিযোগ আনা হয়, সহকারী পরিচালক, উপ-পরিচালক, ভিসির পিএস, প্রকল্প পরিচালকের পিএসসহ বিভিন্ন পদে ৩৮৯ জন কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়ম করা হয়েছে।

প্রফেসর ড. আবদুল জলিল মিয়া ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ভিসির দায়িত্বে থাকাকালে চার বছরে এই নিয়োগ হয়। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-সহকারী পরিচালক আকবর আলী।

উল্লেখ্য, বেরোবির সাবেক ভিসি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের কারণে তোপের মুখে পড়েন। একপর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়ে যেত বাধ্য হন।



ঢাকা, ০৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ