Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে অর্থ কমিটির ২৭তম সভা

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০১৯, ০৮:১৪

বেরোবি লাইভঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর অর্থ কমিটির ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) এবং অর্থ কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অর্থ কমিটির এই সভায় সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডাবলিউসি, পিএসসি (অব:), অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং অর্থ কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর প্রো-ভিসি প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মোঃ এমদাদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী লে. কর্ণেল ড. মীর্জা মনোয়ার রেজা, পিএসসি, পিইএনজি (অব:) উপস্থিত ছিলেন।

এ সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অর্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা, ১৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ