Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সফল নারী উদ্যোক্তা হওয়ার আহবান

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৮, ০২:৩৯

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ সফল নারী উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি আজ বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস আয়োজিত বেরোবি’র নারী শিক্ষার্থীদের পঞ্চম ব্যাচের দুই দিনব্যাপী চলা ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এসকল কর্মশালা থেকে অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের মধ্যদিয়েই সমাজে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরী করতে হবে।

এর মধ্যদিয়েই নিজের এবং রাষ্ট্রের কল্যাণ সাধন সম্ভব হবে। পরে তিনি এসকল কর্মশালা আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর আয়োজনে এবং ইউএন ওমেন এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এই কর্মশালার পরিচালনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাকিব আলম।

এতে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে আবেদনকৃতদের মধ্য থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ। পঞ্চম ব্যাচের কর্মশালাটি গতকাল ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে শুরু হয়েছিল।

 

ঢাকা, ১৪ নভম্বের (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ