Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে অর্থ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ২৪ অক্টোবার ২০১৮, ২০:২২

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের অফিস ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ (কবি হেয়াত মামুদ ভবন) এ প্রশিক্ষণ পর্বটি অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (IQAC) এর আয়োজনে এর পরিচালক ও বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাবের আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর।

রিসোর্স পারসনদ্বয় পেনশন ও আনুতোষিক এবং অর্থ ও হিসাবসহ বাজেটের সকল বিষয়ের দিক গুলো প্রশিক্ষণকারীদের মাঝে তুলে ধরেন। একইসাথে আলোচকদ্বয় অফিস ব্যবস্থাপনা বিষয়ক যাবতীয় প্রয়োজনীয় দিক গুলো তুলে ধরেন। প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক শাখায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছাড়াও তৃতীয় শ্রেণীর কর্মচারীবৃন্দ।

 

ঢাকা, ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ