Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ২৭ মে ২০১৮, ২১:৫২

হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমান সরকারের আমলে নির্মিতব্য ৪০ হাজার বর্গমিটার আয়তনের এ একাডেমিক ভবনটির নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। উক্ত ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, স্টুডেন্ট অ্যাডভাইজার, বিভিন্ন শাখার পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বিশ্ববিদ্যালয়ে ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে আর্থিক সহযোগিতা করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

 

ঢাকা, ২৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ