Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সাক্ষাৎকার ৪ ও ৫ ডিসেম্বর

প্রকাশিত: ২৪ নভেম্বার ২০১৬, ১৮:১১

বেরোবি লাইভ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পূর্ব নির্ধারিত সময়ের আগেই তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার রাতে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকা থেকে আগামী ৪ ও ৫ ডিসেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারে অংশ গ্রহণকারীদের থেকে মেধা ক্রমানুসারে ১৩ ডিসেম্বর ১ম তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি নেওয়া হবে।

আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৪ জানুয়ারি ২য় তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১০ ও ১১ জানুয়ারি ভর্তি নেওয়া হবে। ১৬ জানুয়ারি ৩য় তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১৯ জানুয়ারি ভর্তি নেওয়া হবে। ২৩ জানুয়ারি ৪র্থ তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ২৬ জানুয়ারি ভর্তি নেওয়া হবে।

৩১ জানুয়ারি ৫ম তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ৬ ফেব্রুয়ারি ভর্তি নেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি ৬ষ্ঠ তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১৪ ফেব্রুয়ারি ভর্তি নেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি ৭ম তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ২৩ ফেব্রুয়ারি ভর্তি নেওয়া হবে।

অপরদিকে কোটায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ ও ৮ জানুয়ারি। তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি এবং সেই তালিকা থেকে ২৫ ও ২৬ জানুয়ারি ভর্তি নেওয়া হবে।

ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১২৩০ আসনে ছাত্র ছাত্রী ভর্তি নেওয়া হবে।


ঢাকা, ২৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ