Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি ছাত্রমৈত্রী নেতা দিলীপ রায়ের জামিন মঞ্জুর

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০৩:৪০

 

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় গত ২৮ আগস্ট তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

দিলীপ রায়ের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ক্যাম্পাসলাইভকে বলেন, প্রায় দুই মাস আগে জামিন আবেদন করা হয়েছিল। মামলাটি কার্যতালিকায় শেষের দিকে ছিল। সোমবার বিকেলে জামিন আবেদনের ওপর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিষয়ে গত ২৮ আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে কট‚ক্তিপূর্ণ স্ট্যাটাস দেন দিলীপ রায়। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের দাবির মুখে দিলীপ রায়কে আটক করে পুলিশ।

ওইদিনই দিলীপ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন রাবি ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু। পরদিন দিলীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ