Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বগুড়ায় শিক্ষককে পেটালেন যুবলীগ নেতা

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০৩:২৭

 

বগুড়া লাইভ: বগুড়ার শেরপুরে বিনা টাকায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে রাজি না হওয়ায় ভবানীপুর হাইস্কুলের প্রধান ও সহকারি শিক্ষককে পেটালেন স্থানীয় যুবলীগ নেতা রামকৃষ্ণ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভবানীপুর হাইস্কুলে এ ঘটনা ঘটে। এসময় হামলার শিকার হন ওই স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ও সহকারী শিক্ষক আমিরুল ইসলাম।

জানাযায় , স্কুলের অফিস কক্ষে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ করছিলেন। এ সময় ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রামকৃষ্ণ টাকা ছাড়াই এক পরীক্ষার্থীর ফরম পূরণের দাবি করেন।

কিন্তু তার আগেই ওই পরীক্ষার্থীর মা স্কুল পরিচালনা কমিটির সদস্য সবিতা রানী এক হাজার টাকায় ফরম পূরণ করে যান। বিষয়টি যুবলীগ নেতাকে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একই সঙ্গে ওই টাকা ফেরত চান ।

ওই টাকা ফেরত দিতে দেরি হওয়ায় যুবলীগ নেতা রামকৃষ্ণ অতর্কিত অফিস কক্ষে হামলা চালায়। অফিসের কম্পিউটার ও চেয়ার-টেবিল ভাঙচুর করে নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন। এ সময় সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও বেধড়ক পেটায় ওই যুবলীগ নেতা।

উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ক্যাম্পাসলাইভকে বলেন , যুবলীগ নেতা রামকৃষ্ণ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্য জানতে অভিযুক্ত ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রামকৃষ্ণের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ