Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ‘সংখ্যালঘু ও সংখ্যাগুরু এই নীতি মানিনা’

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০১:৪৯

 

 

 

 

রাবি লাইভ: ‘সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে আক্রমণ উদ্বোগ হারে বেড়েছে। এই আক্রমণ অসম্প্রদায়িক বাংলাদেশের মূলমন্ত্রকে ব্যহত করেছে।

যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের লোকের সমান অধিকার পাওয়ার কথা ছিল। অথচ তাদের উপর এই হামলাই প্রমাণ করে, তারা সংখ্যালঘু হিসেবে এদেশে এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্ছিত হচ্ছে।

আমরা এই সংখ্যালঘু ও সংখ্যাগুরু নীতি মানিনা। এই নীতি থেকে বেরিয়ে সবাই মিলে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ব।’

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিনেট ভবনের সামনে নাসিরনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষক নেতারা।

এসময় শিক্ষক সমিতির নেতারা সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় ঘটনায় জড়িতদের সুষ্ঠ তদন্ত মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শহীদুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর ড. রকীব আহমদ, প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, ড. এইচ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ