Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০০:৪৩

রাবি লাইভ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ তদন্ত শেষে ছয় দিন পর মামলা হিসেবে গ্রহণ করেছে মতিহার থানা পুলিশ।

গত মঙ্গলবার (০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.এন্তাজুল হক নগরীর মতিহার থানায় কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাইজেশনের কার্যক্রম বিভিন্ন দুর্র্নীতি ও অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের একটি পদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, নিয়োগের মৌখিক পরীক্ষায় নির্ধারিত প্রার্থীদের অংশগ্রহণের সুবিধার জন্য অনিয়ম করা হয়েছে।

মতিহার থানার ওসি হুমায়ুন কবিব ক্যাম্পাসলাইভকে বলেন, ‘রোববার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে অভিযোগ দায়ের করেন। এ সম্পর্কিত তথ্য যাচাই-বাছাই শেষে সংবিধানের ৫৭ ধারার তথ্য প্রযুক্তি আইনের মামলাটি রেকর্ড করা হয়েছে।’

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ