Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভূমি জরিপ সার্ভেয়ার ছাড়াই চলছে রাবির এস্টেট দপ্তর

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৭, ২৩:৩২

 

রাবি লাইভ: বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ভূমি সংক্রান্ত কাজ করে থাকে বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তর। তবে গত তিন বছর ধরে ভূমি জরিপ সার্ভেয়ার ছাড়াই চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এস্টেট দপ্তরটি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন সার্ভেয়ার না থাকায় এস্টেট দপ্তরের অনেক কাজ বন্ধ হয়ে আছে।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান পাট গড়ে উঠেছে। সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য নেই দপ্তরটিতে। জানতে চাইলে দপ্তর পরিচালক জাহিদ আলী ক্যাম্পাসলাইভকে বলেন, গত তিন বছর ধরে ভূমি জরিপ সার্ভেয়ার নেই দপ্তরে। এতে প্রায় ৭৩৫ একর আয়তনের এ বিশাল বিশ্ববিদ্যালয়ের যাবতীয় জমি জমা সংক্রান্ত হিসাব নিকাশের কাজ বন্ধ হয়ে আছে।

তিনি আরও বলেন, এস্টেট মানে যেহেতু সম্পত্তি। এখানে যদি সার্ভেয়ার, বদরে আমিন না থাকে তাহলে দপ্তর অচল হয়ে পড়ে। দাপ্তরিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে আমাদের। এক প্রকার অচল হয়ে আছে বলে জানান দপ্তর পরিচালক।

দপ্তর সূত্রে জানা যায়, ২০১৪ সালের জুন মাসে সাবেক জরিপ কর্মকর্তা ওয়ারেসের অবসরের পর থেকে দপ্তরে জরিপ কর্মকর্তা নিয়োগ হয়নি। এনিয়ে ৩ বছর হলো জরিপ সংক্রান্ত সকল বিষয় আটকে আছে দপ্তরে।

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ