Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাখির পাশে দাঁড়াতে রাবিতে ‘সেতুবন্ধন’

প্রকাশিত: ১৪ নভেম্বার ২০১৬, ০১:০৪

রাবি লাইভ: ‘এসো পাখির বন্ধু হই, সবুজ এ পৃথিবীকে বাঁচাই’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাখি প্রেমিক শিক্ষার্থীরা সেতুবন্ধন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

রবিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহকে আহবায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর আলমকে সদস্য সচিব করে দশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আহমেদ ইমতিয়াজ।

কমিটির অন্যান্য হলেন, যুগ্ম আহবায়ক দর্শন বিভাগের রাব্বুল মিয়া, আহবায়ক কমিটির সদস্যরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগরে কামরুল ইসলাম, রাজীব, নৃ-বিজ্ঞান বিভাগের শম্পা সরকার, আরবি বিভাগের মাকসুদ, রসায়ন বিভাগের রাশেদ, ভেটিনারি সায়েন্স বিভাগের জহুরুল ইসলাম এবং রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলায় পাখির অভায়াশ্রম গড়ে তোলার কারিগর ‘সেতুবন্ধন’ সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান শেষে পাখির নিরাপদ আবাস্থল গড়তে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাছে কলস লাগায় সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

বিশ্ববিদ্যালয় ‘সেতুবন্ধন’ এর আহবায়ক সাইফুল্লাহ খালিদ বলেন, নীলফামারীতে ‘সেতুবন্ধন’ সংগঠনের মাধ্যমে পাখি ও পরিবেশের ভারস্যাম্য রক্ষায় একদল উদ্যোগী তরুণ বিশেষ করে জাহাঙ্গীর হোসেন যেভাবে কাজ করছে তা সারা বাংলাদেশে প্রশংসার দাবি রাখে। আমরা তাদের কাজে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন তৈরীর উদ্যোগ গ্রহণ করি।

তিনি আরও বলেন, পাখি সংরক্ষনের মাধ্যমে সংগঠনের পথ চলা শুরু হলেও, আমাদের মূল লক্ষ্য থাকবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলে কাজ করা।


ঢাকা, ১৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ