Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির আবাসিক হল উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৩ নভেম্বার ২০১৬, ০২:৪৪

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়াইফাই সংযোগ ও খাবারের মান বৃদ্ধিসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করে। পরে হল প্রভোস্ট এক সপ্তাহের মধ্যে এসব দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে।

শিক্ষার্থীদের অভিযোগ, আমাদের হলে দীর্ঘদিন ধরে ওয়াইফাই সংযোগ নেই, ডাইনিংয়ে খাবারের মান নিম্নমানের হওয়া সত্ত্বেও হল প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। হলের লাইব্রেরী আছে, কিন্তু সেটা নিয়মিত আমরা খোলা পাই না। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা বারবার হল প্রভোস্টকে অভিযোগ দিলেও তিনি আমলে নেননি।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, প্রশংসাপত্রের অতিরিক্ত ফি কমানো, কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার মার্জিত করা, গ্রন্থাগার ও লন্ড্রির দোকান নিয়মিত খোলা রাখা, খেলাধুলার কক্ষে সরঞ্জাম বৃদ্ধি ও রাত ১২টা পর্যন্ত খোলা রাখা, সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা, আবাসিক শিক্ষকদের নিয়মিত অবস্থান করতে হবে, অ্যাকাডেমিক কার্যক্রমে গতি আনতে হবে, হলের সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি।

এ বিষয়ে হল প্রভোস্ট প্রফেসর মোহা. আশরাফ উজ জামান দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছি। হলের সেবা বৃদ্ধিতে সবার সঙ্গে বসে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


ঢাকা, ১২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ