Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে দুইদিনব্যাপী সায়েন্স ক্লাবের বিজ্ঞান উৎসব

প্রকাশিত: ১৩ নভেম্বার ২০১৬, ০০:৩৯

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রথম বারের মত দ’দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু হয়েছে শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সায়েন্স ক্লাবের উদ্যোগে দুুইদিন ব্যাপী বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম (এমপি)।

সায়েন্স ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর তুর্যের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মেহেদি হাসান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম (এমপি), অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন প্রমুখ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান একটি চালিকা শক্তি। জাতিকে এগিয়ে নেওয়া ও মানুষের জীবন-যাপনের মান-উন্নয়নে ক্ষেত্রে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাধীনতার পূর্বে যেখানে প্রায় ৭২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করতো, সেখানে বর্তমানে মাত্র ২২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। এছাড়া ফসল উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে তিনগুন বৃদ্ধি পেয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে বিজ্ঞানের বৈপ্লিবিক উন্নতির ফলে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। আর বিজ্ঞান শিক্ষা ব্যাতীত দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না। পৃথিবীর অনেক দেশ আছে যাদের কোন খনিজ সম্পদ নেই । দেশের আকারও খুব বড় নয় কিন্তু তারপরও সেই দেশের মাথাপিছু আয় অনেক বেশি। কারণ তারা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক এগিয়ে। এই জন্য বিজ্ঞান নিয়ে গবেষণার কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সায়েন্স ক্লাবের ১৪টি স্টল পরিদর্শন করেন।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক আলোচনা, দূরবীনের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শণী, ব্যবসায়িক ধারণার উপর প্রতিযোগিতা রয়েছে এবং রোববার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দু’দিনব্যাপী বিজ্ঞান উৎসবের সমপ্তি হবে।


ঢাকা, ১২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ