Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফেসবুকে সমালোচনা : রাবি শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৬, ০৭:৫৪


রাবি লাইভ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে আইসিটি আইনে থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসনিক কার্যক্রমের সমালোচনা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক নগরীর মতিহার থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর।

তিনি সম্প্রতি (Kazi Jahid) নামে তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন। বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশন কার্যক্রম বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, সম্প্রতি কাজী জাহিদুর রহমান ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যক্রম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। সেজন্য চিঠি দিয়ে তাকে এ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। তিনি কোনো সদুত্তর না দিতে পারায় প্রশাসন তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছে।

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির ক্যাম্পাসলাইভকে বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কাজী জাহিদ নামে এক শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি, তবে এখনও মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

 

রাবি//এমইএন, ০৯ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ