Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শুক্রবার

প্রকাশিত: ৬ অক্টোবার ২০১৭, ০০:০৪

 

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪র্থ আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ‘উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক নিরাপত্তায় টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে যুব সমাজকে সম্পদ হিসেবে অবদান রাখতে উৎসাহী করা’।

৪ দিন ব্যাপি এ সম্মেলনটির আয়োজন করেছে ইউনাইটেড নেসন্স ইয়ুথ এন্ড স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে সম্মেলনটির উদ্ধোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম এম.পি। সম্মেলনটি শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ৯ অক্টেবার পর্যন্ত চলবে।

এছাড়া, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএনআইসি ঢাকার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম. আব্দুস সোবহান, প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস শিল্পী।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সম্মেলনের রিজিওনাল ডিরেক্টর একরাম হোসাইন মিঠু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিস্যাব বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে সম্মেলনের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের তিন শতাধিক শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নিয়ে আন্তর্জাতিক সমস্যা-সম্ভবনা নিয়ে আলোচনা করবেন।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টায় কমিটি সেশন শুরু হবে। শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।

চতুর্থ দিন সাধারণ পরিষদে রেজুলেশন পাশ করা হবে। পরে প্রত্যেক অংশগ্রহনকারীর মাঝে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সম্মেলনে সহযোগিতা করবেন রাবি ও ইউএনাইসি, বেভারেজ পার্টনার-একমি।

 

ঢাকা, ০৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ