Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বার ২০১৭, ০০:০২

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের উদ্যোগে শিক্ষায় মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর অর্থায়নে টিচিং লার্নিং এনহান্সমেন্ট প্রোগ্রাম এন্ড জিওলজী এন্ড মাইনিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

রোববার বিশ্ববিদ্যালয় সকালে ডীন্স কমপ্লেক্সের কনফারেন্স রুমে দিনব্যাপী কর্মশালা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত

হেকেপে সাব প্রজেক্ট ম্যানেজার এবং ভূ-তত্ত্ব খনিবিদ্যা বিভাগের প্রফেসর . খন্দকার ইমামুল হকের সভাপতিত্বে এবং বিভাগের লেকচারার মো. ইব্রাহীম আধামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর . আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ভূ-বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর . মো. সাইফুল ইসলাম ফারুকী

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর . চৌধূরী সারওয়ার জাহান, প্রফেসর . মো. মুশফিক আহমেদ, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপের মহাপরিচালক . একেএম খোরশেদ আলম, বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. জসিমউদ্দিন শাক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিটিআই প্রফেসর মো. মোজাহার আলী প্রমূখ

দিনব্যাপী কর্মশালার গুরুত্বের ব্যাপারে বক্তারা বলেন, ভূ-তত্ত্ব খনিবিদ্যা বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা যে সিলেবাসের উপরে লেখাপড়া করে, দেশের অর্থনৈতিক উন্নয়নে সেই সিলেবাসটি আরও যুগপোযোগী করে তোলার জন্য এবং অতীত বর্তমানের ভিতরে যে পার্থক্য তা সঠিকভাবে নিরূপন করার লক্ষ্যে আজ কর্মশালার আয়োজন করা হয়েছে

 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ