Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘রোহিঙ্গা গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে’

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৭, ২২:১০


রাবি লাইভ: ‘মিয়ানমারে যে নির্যাতন হচ্ছে আমরাদেরও সে অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় শক্তিশালী দেশগুলোর প্রধানরা আমাদের বিরোধিতা করেছিল। কিন্তু বিশ্বব্যাপী আমাদের পক্ষে যে জনমত গড়ে উঠেছিল তার জন্য বিশ্বনেতারা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল।

আজকে রোহিঙ্গাদের উপর নির্বাচারে যে গণহত্যা চালানো হচ্ছে, তার জন্য মিয়ানমারের শাসকগোষ্ঠিকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে আমরা বিশ্বাস করি, মিয়ানমার তাদের এই মানবতাবিরোধী অবস্থান থেকে সরে আসবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা ও জাতিগত নির্মূলের প্রতিবাদে মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্য এসব কথা বলেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। রোববার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর কেবিএম মাহবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন, মার্কেটিং বিভাগের প্রফেসর শাহ আজম শান্তনু, দর্শন বিভাগের প্রফেসর এস এম আবু বকর, বাংলা বিভাগের প্রফেসর সরকার সুজিত কুমার, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান প্রমুখ।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে সকাল সাড়ে ১১টার সময় মানববন্ধন করেছে নৃবিজ্ঞান বিভাগ।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগের সভাপতি প্রফেসর ড. আদিল হাসান চৌধুরী, বখতিয়ার আহমেদ, অ্যাসিসট্যান্ট প্রফেসর শামীম আহম্মেদ, তাহমিনা নাজনীন, কে এম মেরকাতুল ইসলাম প্রমুখ।

 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ