Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি’র অভ্যন্তরীণ রিকশা ভাড়া নির্ধারণ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৭, ২০:৩৯


রাবি লাইভ: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ভাড়া নির্ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. লুৎফর রহমান।

রিক্শা ভাড়ার নির্ধারিত তালিকায় উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় মেইন গেট থেকে একাডেমিক ভবনসমূহে ১০ টাকা, চারুকলা, কৃষি অনুষদ, স্টেশন বাজার, শহীদ শামসুজ্জোহা হল ১৫ টাকা। অন্যান্য সকল হল (ছেলে+মেয়ে) ১০ এবং বধ্যভূমি ২০টাকা।

কাজলা গেট থেকে সকল একাডেমিক ভবন, মেয়েদের হল, প্রশাসন ভবন, মতিহার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেরে-ই-বাংলা ফজলুল হক হল ১০ টাকা; সোহরাওয়ার্দী হল, মাদার বখশ সৈয়দ আমীর আলী হল, শাহ্ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল, শহীদ হবিবুর রহমান হল, জিয়াউর রহমান হল ও মেডিকেল সেন্টার ১৫ টাকা এবং চারুকলা, কৃষি অনুষদ, স্টেশন বাজার, শামসুজ্জোহা হল ও বধ্যভূমি ২০ টাকা।

বিনোদপুর গেট থেকে সকল একাডেমিক ভবন, ছেলেদের হল ও প্রশাসন ভবন ১০ টাকা; মেয়েদের সকল হল, শহীদ হবিবুর রহমান হল, জিয়াউর রহমান হল, স্টেশন বাজার ও বধ্যভূমি ১৫ টাকা; চারুকলা ও কৃষি অনুষদ ২০ টাকা। এবং সকল হল ছেলে+মেয়ে) থেকে একাডেমিক ভবন ১০ টাকা। এছাড়া পশ্চিম পাড়া থেকে চারুকলা ও কৃষি অনুষদ ১৫টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. লুৎফর রহমান বলেন, ‘ভাড়া নিয়ে যাতে বিশৃংখলার সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রেখে শিক্ষার্থী ও রিক্শাওয়ালাদের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আশা করি সকলের সহযোগীতায়তায় বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ