Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় শেষ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৭, ০৩:৪৭

 

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হবে রোববার রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা হিসেবে ২০১২, ১৩, ১৪, ১৫ সালে মাধ্যমিক/সমমান এবং ২০১৬ ও ১৭ সালে উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এছাড়া, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখায় (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে এবং বিজ্ঞান শাখা থেকে (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদনের সঙ্গে এ ইউনিটের (কলা অনুষদ) জন্য ৮২৫ টাকা, বি ইউনিটে (আইন অনুষদ) ৩৩০ টাকা, সি ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৭১৫ টাকা, ডি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪৯৫ টাকা, ই ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৭৭০, এফ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, জি ইউনিটে (কৃষি অনুষদ) ৪৪০ টাকা, এইচ ইউনিটে (প্রকৌশল অনুষদ) ৫৫০ টাকা, আই (চারুকলা অনুষদ) ইউনিটে ৩৮৫ টাকা, জে ইউনিটে (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ২৭৫ টাকা এবং কে ইউনিটের জন্য (শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) সার্ভিস চার্জসহ ২৭৫ টাকা ডাচ-বাংলা মোবাইল (রকেট) ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৬ অক্টোবর।

এছাড়া, আবেদনসহ ভর্তি পক্রিয়া-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) তে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হলেও এ বছর পুনরায় দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ