Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাম্প্রদায়িকের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮ নভেম্বার ২০১৬, ২৩:১২

রাবি লাইভ: নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। সমাজকর্ম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দর্শন বিভাগের প্রাক্তন প্রফেসর ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল্লাহ, বাংলা বিভাগের প্রফেসর ড. সরকার সুজিত কুমার প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘আমাদের দেশ অসম্প্রদায়িক সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে। এ অসম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্তেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এভাবে বার বার হামলা মেনে নেয়া যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা আরো বলেন, ‘দেশের এমন পরিস্থিতির জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জবাব চাই। তারা দায়িত্বে থাকা সত্বেও কিভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটে। এসব নিরাপত্ত্বা বিঘ্নকারীদের কাঠোর হস্তে দমন করুন।

আমরা এ দেশে হিন্দু, মুসলিম, বোদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে সামাজিকভাবে বসবাস করি। আমাদের এ দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, ঠিক তখনই শান্তিপূর্ণ এ দেশকে অশান্ত করতে কিছু কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা, ৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ