Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছাত্রলীগের বিরুদ্ধে রাবি শিবিরের মামলা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার ২০১৭, ০৩:০৬


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ছাত্রলীগ মারধর করে পুলিশে সোপর্দ করার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে রাজশাহী চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘গত ৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রশিবিরের ১৩ জন নেতাকর্মীকে মারপিট করায় ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩২৬ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। বিচারক জুলফিকার উল্লাহ মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মতিহার থানাকে নির্দেশ দিয়েছেন।’

মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, মুশফিক আহমেদ তন্ময়, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সাংস্কৃতিক সম্পাদক রুবেল, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবির, আবদুল্লাহীল কাফি, মামুন, উপ সম্পাদক কায়সার ও সংগঠন থেকে বহিষ্কৃত অনিক মাহমুদ বনিকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি ছাত্রলীগের বিরুদ্ধে শিবির মামলা করেছে। শিবিরের মামলা-হামলায় ছাত্রলীগ ভয় পায় না। বরং শিবিরকে প্রতিহত করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।’

 

ঢাকা, ২২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ