Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

'রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে আরাকানে নিরাপদ স্থান প্রতিষ্ঠা করতে হবে’

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০১৭, ০২:২০

রাবি লাইভ: “অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধ করে, রোহিঙ্গাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণসহ পূর্ণাঙ্গভাবে নাগরিক অধিকার নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। উচ্ছেদ হওয়া সকল রোহিঙ্গাকে আরাকানে ফিরিয়ে নিতে হবে।

গণহত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করার দাবি জানিয়ে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের জন্য একটিসেইফ-জোনতৈরি করতে হবেবাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।


বক্তারা আরও বলেন, মানবিক বিপর্যয়ে পতিত সব অসহায় নারী শিশু বৃদ্ধসহ নির্মমভাবে আহত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ। সেইসাথে মুসলিমবিশ্বের নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক পরিম-লকে নাড়া দিয়েছে অমানবিকতা। তবে বাংলাদেশের নিকটতম প্রতিবেশি ভারত চীনের ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে। আরাকানে হাজার বছরের সোনালি ইতিহাসের নির্মাতা সব রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম পরিণতি বিশ্বের সকল বিবেকবান মানুষকে আহত করেছে। মানবতাবোধের কবর দিয়ে ধরনের গণহত্যা চালিয়ে মিয়ানমার যে অপরাধ করে চলেছে তা আধুনিকবিশ্বকে হতবাক বিস্মিত করেছে। নিষ্ঠুরতার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া সত্যিই কঠিন।


সোমবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে মিয়ানমারে মানবতার বিপর্যয় : বিবেকের দায়বদ্ধতা শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে মূল বিষয় উপস্থাপন করেন বিশিষ্ট রোহিঙ্গাগবেষক রাবি ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রফেসর . মাহফুজুর রহমান আখন্দ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভাপতি প্রফেসর . আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রাবি ফারসি ভাষা সাহিত্য বিভাগের প্রফেসর . মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবি আইন বিভাগের প্রফেসর . মুহাম্মদ আবদুল হান্নান।


গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর . কে এম মহিউদ্দীন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, কলামিস্ট প্রফেসর . আবদুর রহমান সিদ্দিকী, রাবি ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর . মুহাম্মদ ময়েজুল ইসলাম, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের আহ্বায়ক প্রফেসর . মুহাম্মদ এনামুল হক, প্রফেসর . সি. এম মোস্তফা, প্রফেসর . মুহাম্মদ বেলাল হোসেন, প্রফেসর . মু. নিজাম উদ্দিন, প্রফেসর প্রফেসর . মোহাম্মদ মাঈন উদ্দিন, প্রফেসর . গোলাম কিবরিয়া ফেরদৌস, প্রফেসর . মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রফেসর . মোহাম্মদ শরিফুল ইসলাম, প্রফেসর . নজরুল ইসলাম মন্ডল, প্রফেসর . নূরুল মতিন, প্রফেসর . মুহাম্মদ নাসির উদ্দিন, প্রফেসর . জিএম শফিউর রহমান, প্রফেসর . মোহাম্মদ আতাউল্যাহ, প্রফেসর . ইফতিখারুল আলম মাসউদ, . জাহাঙ্গীর হোসেন বাবু, . সাহাল উদ্দিন প্রমূখ

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ