Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০১৭, ০০:৪৩

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত (পিআরএল) প্রফেসর কে এম মোস্তাফিজুর রহমান নবনিযুক্ত কোষাধ্যক্ষ দায়িত্বে যোগদান করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভিসি দপ্তরে দায়িত্ব গ্রহন করেন

সেখানে অন্যান্যের মধ্যে ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান, প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার প্রফেসর এম বারীসহ প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, হিসাব পরিচালক, বিভিন্ন অফিস প্রধানবৃন্দসহ বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন

এসময় তাঁর প্রতি অভিনন্দনের জবাবে নবনিযুক্ত কোষাধ্যক্ষ নিজ দায়িত্ব পালনে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন

দায়িত্বে যোগদানের পর কোষাধ্যক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ . শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে মোনাজাত করেন

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারেও পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নীরবতা পালন করেন। প্রফেসর মোস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯তম কোষাধ্যক্ষ

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর কে এম মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেন।


কোষাধ্যক্ষের সংক্ষিপ্ত জীবনী
প্রফেসর মোস্তাফিজুর রহমান ১৯৫২ সালে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি ১৯৭১ সালে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা (মার্কেটিং স্ট্রিম) বিষয়ে ১৯৭৬ সালে বিকম অনার্স ১৯৭৭ সালে এমকম ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগ দেন ২০১৭ সালে অবসর গ্রহণ করেন

প্রফেসর মোস্তাফিজুর রহমান কর্মজীবনে বিভাগীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় সিনেট ফাইন্যান্স কমিটির নির্বাচিত সদস্য, রাবি ক্লাবের নির্বাহী সদস্য এবং রাবি শিক্ষক সমিতির নির্বাহী সদস্যসহ অন্যান্য কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। মার্কেটিং বিষয়ে তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বেশ কয়েকটি সেমিনার, ওয়ার্কশপ একাডেমিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের সময় তিনি অবসরোত্তর ছুটিতে ছিলেন।

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ