Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার ২০১৭, ২১:২৪

রাবি লাইভ: মায়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। সোমবার সকালে মৌনমিছিল, মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা

প্রগতিশীল শিক্ষক সমাজের মানববন্ধন
আরাকানে রোহিঙ্গাদের জাতিগত নির্মুল অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বেলা ১১ টার দিকে সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

শিক্ষক সমাজের আহবায়ক রকীব আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর . আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, বাংলা বিভাগের প্রফেসর সুজিত সরকার, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান, রসায়ন বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য এমন কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটি জটিল প্রক্রিয়া। এজন্য নিরাপত্তা পরিষদের সকল রাষ্ট্রের সম্মতির প্রয়োজন হয়। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি।


জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মৌনমিছিল
এর আগে সকাল ১০ টায় একই দাবিতে মৌনমিছিল করেন শিক্ষক ফোরামের নেতারা। বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে আরম্ভ হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অর্থনীতি বিভাগের প্রফেসর কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর এনামুল হক, ফলিত রসায়নের প্রফেসর সি এম মোস্তফা, হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর . দিল আরা হোসেন, সমাজকর্মের প্রফেসর . সৈয়দা আফরীনা মামুন, আরবী বিভাগের প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ, লোক প্রশাসন বিভাগের সভাপতি পারভেজ আজহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে মুসলিম নিধনের পাঁয়তারা চলছে। মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা সেই সুদূর প্রসারি ষড়যন্ত্রেরই একটি অংশ। এই দূর্দিনে সারা মুসলিম জাতির ঐক্যের প্রয়োজন

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ