Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ভার্সিটি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০১৭, ০২:১৯


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টিআইবি-গোল্ড বাংলাদেশ ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিরোধীদলীয় নেতা মো. মাহমুদুল হাসান।

বিতর্ক প্রতিযোগিতায় স্পীকারের দায়িত্ব পালন করেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান অপু। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আরাফাত সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি মাসুম রেজা মেহেদী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর আসাদ আজীম।

গোল্ড বাংলাদেশের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহী মহানগর এর সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালাম, গোল্ড বাংলাদেশের মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  মামুন আ. কাইউম, সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর মো. ছাদেকুল আরেফিন মাতিন, ইতিহাস বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. হেলাল উদ্দিন, ফোকলোর বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর ফারজানা রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সভাপতি তানজিমা আক্তার তমা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শান্ত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬জন বিতার্কিকগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সহযোগিতা করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

 

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ