Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি শিক্ষিকার বিরুদ্ধে হয়রানির অভিযোগ ছাত্রের!

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৭, ০৮:০২

রাবি লাইভ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেই এসিস্ট্যান্ট প্রফেসর রুখসানা পারভীনের বিরুদ্ধে এবার ছাত্রকে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। ওই বিভাগের মাস্টার্সের এক ছাত্র এমন অভিযোগ করেছেন। সোমবার নাদিম মোস্তফা নামে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে নাদিম মোস্তফা উল্লেখ করেন, আমার শিক্ষক রুখসানা পারভীন বিভিন্ন সময় আমাকে অপমান, অপদস্থ এবং হয়রানি করেছেন। বিশেষ করে তিনি একাডেমিক ও মানসিকভাবে চরম নির্যাতনের মুখোমুখি করেছেন। পরীক্ষায় ফেল করে দেয়ার ভয়-ভীতি প্রদর্শন করে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। তিনি তার বাসায় কাজের মেয়ে সরবরাহের জন্য আমাকে বাধ্য করতেন।

অপরাগতা প্রকাশ করলে ফেল করিয়ে দেবার ও পুলিশি হয়রানির হুমকি দিতেন। ৫-৬ বার কাজের মেয়ে সরবরাহ করেছি। পরবর্তীতে অপারগ হওয়ায় তিনি ৪র্থ বর্ষে আমার কোর্সের (৪০৫) ইনকোর্স পরীক্ষা নেননি। কাজের মেয়ে সরবরাহ না করলে পরীক্ষা নেবেন না বলে পরিস্কার জানিয়ে দেন। এমনকি পরবর্তীতে চুড়ান্ত পরীক্ষায়ও আশানুরূপ নম্বর দেননি।

নাদিম মোস্তফা আরও উল্লেখ করেন, কোনমতে স্নাতক শেষ করলেও স্নাতকোত্তরে ভর্তিই হতে পারিনি রুখসানা পারভীনের কারণে। তিনি কয়েকবার হুমকি দিয়েছেন যে, আমি যদি বিশ্ববিদ্যালয়ে থাকি তাহলে তিনি আমাকে দেখে নেবেন এবং পুলিশি হয়রানি করবেন। তার এমন আচরণেই স্নাতকোত্তরে ভর্তি হইনি।

ওই শিক্ষার্থী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

এব্যাপারে শিক্ষক রুখসানা পারভীন সাংবাদিকদের বলেন, এগুলো সবই আমার বিভাগের ১১ জন শিক্ষকের ষড়যন্ত্র। তারা ওই শিক্ষার্থীকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে।

রাবি ভিসি প্রফেসর ড. মো. আব্দুস সোবহান বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব বিষয়গুলো তদন্ত করে দেখছে। শিক্ষার্থীর অভিযোগও সেখানে তদন্ত করা হবে।

এর আগে গত ৩১ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন রুখসানা পারভীন। এর মধ্যে একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও তোলেন। পরে ২ আগষ্ট বিভাগের শিক্ষকরা ৭টি কারণ উল্লেখ করে বিভাগীয় সভাপতি প্রফেসর নাসিমা জামানের প্রতি অনাস্থা ও রুখসানা পারভীনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে ভিসিকে লিখিত অভিযোগ দেন।

 

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ