Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০১৭, ০৩:৩০

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

এবিষয়ে প্রফেসর এম এ বারী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষা দেবার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পুত্র-সন্তানের পাশাপাশি নাতি-নাতনিরাও কোটার অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটির উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে এস,এস,সি/সমমান এবং ২০১৬, ২০১৭ সালে এইচ,এস,সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

এদিকে আবেদনে যোগ্যতা শিথিল করা হয়েছে। জানা যায়, মানবিক বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩ পয়েন্ট সহ মোট ৭ (৪র্থ বিষয়সহ), বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩.৫ সহ মোট ৭.৫ (৪র্থ বিষয়সহ), বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩.৫ সহ মোট ৮ পয়েন্ট (৪র্থ বিষয়সহ) থাকা আবশ্যক।

এর আগে গত ৩ আগস্ট ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করে বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা উপ-কমিটি। পরে গতকালের সভায় পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়। ভর্তি পরীক্ষা বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ru.ac.bd তে পাওয়া যাবে।

 

ঢাকা, ১৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ